“নির্ভুলভাবে উচ্চ রক্তচাপ পরিমাপ করুন, নিয়ন্ত্রণ করুন, দীর্ঘ জীবন লাভ করুন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের পৃষ্ঠপোষকতায়, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল- এ এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে “বিশেষ পরিস্থিতে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ” বিষয়ক একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধ উপস্থাপন করেন ডা. রাকিবুল হাসান। দেশের বিভিন্ন হাসপাতালের স্বনামধন্য অধ্যাপক গণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ এম শামীম। অধিবেশনে চেয়ারম্যান ছিলেন- ডাঃ আবদুজ জাহের, ডাঃ এম খাদেমুল ইসলাম, ডাঃ সিরাজুল হক, ডাঃ সমীরন কুমার সাহা। প্যানেল অফ এক্সপার্ট হিসেবে ছিলেন- ডাঃ এ পি এম সোহরাবুজ্জামান, ডাঃ বেগম হোসনে আরা, ডাঃ মো. আশরাফ আলী, ডাঃ মো. আব্দুল কাদের আকন্দ, ডাঃ এস এম মোস্তফা জামান, ডাঃ অরুণ কুমার শর্মা, ডাঃ মোহাম্মদ মনিরুজ্জামান, ডাঃ এস. মোকাদ্দাস হোসেন (সাদী), ডাঃ নুর মোহাম্মদ এবং ডাঃ এম আবুল খায়ের। অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ বরেন চক্রবর্তী। ডা. এ.এম. শামীম তার বক্তব্যে বলেন, স্বাস্থ্য সচেতনতার প্রচারে ল্যাবএইড সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং এর প্রতিরোধ, সনাক্তকরণ এবং নিয়ন্ত্রণের প্রচারের লক্ষ্যে এই ধরনের উদ্যোগগুলি জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।
ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ দাউদ, অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে ল্যাবএইড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মনিষ মিশ্রা, ল্যাবএইড হাসপাতালের হেড অব অপারেশন ইফতেখার আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।